toner empty সমস্যার সমাধান
তোশিবা ২০০৬ থেকে শুরু করে তোশিবা 2323am মেশিন পর্যন্ত toner empty সমস্যাটি
দেখাবে যখন মেশিনের কালির লেভেল কমে যায়। তাহলে বুঝতে হবে ডেভলপার ইউনিটে কালির পরিমাণ কম আছে।toner empty সমস্যার সমাধান
toner empty সমস্যা কি কি কারণে দেখা দিতে পারে
যেহেতু, টুশিবা কোম্পানির সাজেশন অনুযায়ী উক্ত মডেল গুলোতে রিফিল করার অনুমোদন দেয় না
তোশিবা কোম্পানি, তারপরও আমরা খরচ বাঁচানোর জন্য রিফিল টোনার ব্যবহার করে থাকি।
তবে কোম্পানি থেকে টোনার কার্টিজ এর সঙ্গে যে চিপস প্রোভাইড করা হয় উক্ত চিপসে
১০ হাজার কপির পর টোনার লো হয়ে যায়।
Toner is low, দেখানোর পর কোম্পানির নিয়ম অনুযায়ী নতুন কার্টিজ ব্যবহার করতে হবে।
আমরা কিন্তু তা করি না কম বাজেটের মধ্যে রিফিল কালি ব্যবহার করি। যখন চিপসের লাইফ
সাইকেল শেষ হয়ে যায় তখন মেশিনের কালি থাকলেও toner empty দেখাবে।
টোনার এমটি সমস্যার সমাধানটি তিন ভাবে করা সম্ভব
- কালির লেভেল কমিয়ে এডজাস্ট করা: মেশিন বন্ধ অবস্থায় 0+5 বাটন চেপে ধরে অন করতে হবে তারপর টেক্সট মোডে মেশিন অন হবে।
- 2001 স্টার্ট বাটন চাপতে হবে, মেশিনের ডিসপ্লে তে লেভেল প্রদর্শিত হবে। 135 এর চেয়ে বেশি নাম্বার দেখতে পাবেন। যে নাম্বার থাকুক না কেন তার থেকে 1 এক কমিয়ে দিবেন। তারপর পুনরায় মেশিন ঘুরতে থাকবে ওকে বাটন চাপ দেবেন মেশিন বন্ধ হবে। মেশিন বন্ধ করে অন করুন সমস্যার সমাধান হবে।
- ফ্রন্ট কভার ওপেন করার মাধ্যমে: ফ্রন্ট কভার এর মধ্যে দুটি সুইচ আছে একটি সাদা বাটন যুক্ত বাম পাশে। আরেকটি স্টিলের ডান পাশে, স্টিল সুইচ লক অবস্থায় প্লাস্টিক সুইচ তিনবার চাপলে মেশিনে অটোমেটিক Adding Toner সিস্টেম রান হবে। তারপর পুনরায় আবার মেশিন রেডি হয়ে যাবে। https://youtu.be/kSJftWbiLY8
- কালির লেভেল একজাস্ট করে: লেভেল অটোমেটিক করার জন্য মেশিন অফ করে 0+5 ধরে অন করতে হবে। অন হওয়া অবস্থায় টেক্সট মুডে মেশিন অন হবে, 2000 স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। তারপর মেশিন অনেকক্ষণ ঘুরতে থাকবে ডিসপ্লেতে নিচে wait লেখা দেখাবে। wait লেখা দেখানোর জায়গায় যখন কোন নাম্বার আসবে তারপর কীবোর্ড থেকে Ok অথবা Yes বাটন ক্লিক করতে হবে।
স্থায়ী সমাধানের জন্য অরজিনাল টোনার কার্টিজ
তাচারা, তোশিবার বিভিন্ন মডেলের জন্য বিভিন্ন টোনার কার্টিজ হয়ে থাকে।
তাছাড়া টোনার কার্টিজ কোয়ালিটি বেঁধে তিন ধরনের হয়। অরজিনাল কার্টিজ , মাস্টার কার্টিজ ,
রিফিল কার্টিজ এই প্রকারভেদ অনুযায়ী আলাদা আলাদা দাম হয়ে থাকে, আমরা আপনাকে সাজেস্ট করব অবশ্যই ওরজিনাল কার্টিজ ব্যবহার করার জন্য।
toner empty সমস্যার সমাধান
মন্তব্য