Call for service C415, C447, C449
যে কোন কাজ করার আগে বুঝতে হবে কি কারনে সমস্যা কি হয়। আজকে আমরা যে কোড গুলো নিয়ে আলোচনা করতে চাই এগুলো মূলত হিটার সেকশনের প্রবলেম জনিত কারণে আপনার মেশিনে দেখায়। C415, C447, C449 নিচে কোড গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।
Call for service C415, C447, C449 যে সকল কারণে কোডগুলো দেখায়:
- যদি আপনাদের মেশিন স্ক্রিনে [C415] দেখায় তাহলে বুঝতে হবে অল্প সময়ের মধ্যেই হিটার সেকশনের তাপমাত্রা যে পরিমান দরকার তার চেয়ে অধিক বা কম পরিমাণে হিট হচ্ছে।
- যদি আপনাদের মেশিন স্ক্রিনে [C447] ওপেন হওয়ার মুহূর্তে অথবা প্রিন্ট অবস্থায় আসার আগেই সমস্যাটি দেখা যায়।
- যদি আপনাদের মেশিন স্ক্রিনে [C449] ফিউজিং বাল্বের তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে (উচ্চ তাপমাত্রা)।
প্রদান কারণসমূহ:
[C415] পৃন্ট করার সময় মেশিন আগের তুলনায় অনেক স্লো কাজ করে WAIT অবস্থায় রেখে দিবে পূর্বে যে সময়ে প্রিন্ট বের হওয়ার কথা তবে প্রিন্ট আরম্ভ করা যাবে না পূর্বের থেকে আরও বেশি সময় নিবে মেশিন ঘুরতে থাকবে।
[C447] মেশিন রেডি অবস্থায় ফিউজিং তাপমাত্রা 40°C বা তার নিচে আছে।
[C449] মেশিনের ফিউজিং তাপমাত্রা 240°C এর চেয়েবেশি হয়ে যাচ্ছে হিটার সেকশনের দিকে হাত রাখলে বুঝতে পারবেন আগের চেয়ে অনেক তাপমাত্রা অনুভব হবে।
তাৎক্ষণিক সমাধানের জন্য নিচের কাজগুলো পর্যাক্রমে করতে হবে:
উপরে যতগুলো কোড নিয়ে আলোচনা করা হয়েছে, সবগুলো কোড প্রদর্শিত হয় শুধুমাত্র হিটার সেকশনে সমস্যা বা তাপমাত্রার গরমিল হলে ৷ প্রথমে আপনাকে পরীক্ষা করে দেখতে হবে হিটলার রোলার ভালো আছে কিনা, যদি হিটার রোলার ভালো থাকে তাহলে সমস্যাটি থার্মিস্টর থেকে হয়েছে ৷
একটি নতুন মেশিনের থার্মোষ্টার এর কপির পরিমাণ যদি দুই লক্ষের অধিক হয় তাহলে স্বাভাবিকভাবে থার্মোষ্টার ক্ষয়প্রাপ্ত হতে পারে, আর যদি দুই লক্ষ নিচে হয় তাহলে সাধারণত অকটেন অথবা পেট্রোল দিয়ে ওয়াশ করলেই হয়ে যায়। বাজারে যত ধরনের থার্মোষ্টার পাওয়া যায় অরজিনালটার মত কোনটাই এখন পর্যন্ত পাওয়া যায়নি, যদি অতি প্রয়োজনীয় না হয় তাহলে অরজিনাল থার্মোষ্টার সহজে পরিবর্তন করবেন না।
তশিবা 2523এ মেশিনের থার্মোষ্টার
থার্মিস্টর এর মধ্যে তিনটি সেন্সর থাকে। কোন সেন্সর এর সমস্যা হয়েছে খুঁজে পেতে কোডগুলো ব্যবহার করে খুঁজে নিতে পারেন কাঙ্খিত সমস্যা ৷ মেশিন অফ করে 0+8 একসঙ্গে চেপে ধরে মেশিন অন করুন৷ অন হওয়ার পর মেশিন টেক্সট মুডে অন হবে তারপর কি বোর্ড থেকে 4570 টাইপ করে স্টার্ট বাটন ক্লিক করুন ৷
স্টার্ট বাটন ক্লিক করার পর ফলাফল যদি শূন্য আসে তাহলে বুঝতে হবে মাঝখানের সেন্সরে সমস্যা (08-4570-0): সেন্টার থার্মিস্টর এরমধ্যে ময়লা অথবা হিটার রোলারের আউট সারফেস নষ্ট হয়ে গেছে অথবা সেন্সরটি ডেমেজ হয়ে গেছে, যদি রোলারের আউট সারফেস নষ্ট হয় তাহলে পরিবর্তন করুন ৷
(0+8-4570-1): 0+8 চেপে মেশিন চালু করার পর 4570 কোড দিয়ে স্টার্ট বাটন ক্লিক করার পর যদি 1 আসে তাহলে রাইট সাইড এর থার্মিস্টর সমস্যা ৷ টিক পূর্বের মত হিটার রোলার ও থার্মিস্টর এর মধ্যে কোন ময়লা থাকলে পরিষ্কার করুন অথবা হিটলার রোলার পরিবর্তন করুন ৷
(0+8-4570-2): পূর্বের 0+8 একসঙ্গে চেপে মেশিন অন করার পর যদি 2 প্রদর্শন হয় তাহলে এজ থার্মিস্টর থেকে সমস্যা, এজ থার্মিস্টর একটু বড় আকারের হয়ে থাকে যদি সেটাতে ময়লা দেখা যায় অকটেন অথবা পেট্রোলের সাহায্যে অতিরিক্ত ডাস্ট সারফেস পরিষ্কার করুন তারপর পরীক্ষা করুন ও থার্মিস্টর এর মধ্যে কোন ময়লা আছে কিনা ভালো করে দেখে নিন৷ (0+8-4570-5): যদি ফলাফল 5 আসে তাহলে বুঝতে হবে এরর কাউন্টার এর জন্যই Call for service C415, C447, C449 এই কোডগুলো দেখায় ৷
থার্মিস্টর চেক করার সঠিক নিয়ম ফলো করুন:
- কোথাও কোনো সংযোগ বিচ্ছিন্ন আছে কিনা তা পরীক্ষা করুন৷
- থার্মিস্টর ( মাঝে, পাশে, প্রান্ত ) দৃঢ়ভাবে ফিউসার রোলারের পৃষ্ঠের সাথে যোগাযোগ করে কিনা তা পরীক্ষা করুন।
- থার্মিস্টরগুলিতে ( মাঝে, পাশে, প্রান্তে ) কোনও বিকৃতি বা ময়লা আছে কিনা তা পরীক্ষা করুন।
- থার্মিস্টরগুলির সংযোগকারী এবং জোতাগুলি (কেন্দ্র, পার্শ্ব, প্রান্ত) খোলা সার্কিট করা হয়েছে কিনা তা পরীক্ষা করুন৷
- থার্মিস্টরগুলি প্রতিস্থাপন করুন (মাঝে, পাশে, প্রান্ত)।
হিটার রোলার চেক করার সঠিক নিয়ম:
- হিটলার রোলার এর মধ্যে দুটি বাল থাকে কোন বাল্ব এর কানেকশন বিচ্ছিন্ন আছে কিনা পরীক্ষা করুন।
- হিটার ল্যাম্পের সংযোগকারী সংযোগ বিচ্ছিন্ন কিনা বা ভাঙ্গা আছে কিনা তা পরীক্ষা করুন৷
- হিটার ল্যাম্পের টার্মিনালের সাথে ওয়ার কানেকশন ও এক প্রান্তে স্টিলের পাতে স্ক্রু সঠিকভাবে সংযুক্ত কিনা তা পরীক্ষা করুন৷
- থার্মোস্ট্যাট সংযোগ বিচ্ছিন্ন হয়েছে কিনা তা পরীক্ষা করুন৷
- হিটার বাতি ভাঙ্গা অথবা ভিতরের কানেকশন পুড়ে গেলে প্রতিস্থাপন করুন।
- থার্মোস্ট্যাট মিটার দিয়ে পরীক্ষা করে সমস্যা দেখা দিলে প্রতিস্থাপন করুন।
ফিউসার রোলার গ্রাউন্ডিংয়ের সংযোগ পরীক্ষা:
- ফিউজার ইউনিটটি সরঞ্জামের স্ক্রু দিয়ে শক্তভাবে সুরক্ষিত আছে কিনা তা পরীক্ষা করুন যাতে কোনও ফাঁক না থাকে।
- ফিউসার রোলারের গ্রাউন্ডিং লিফ স্প্রিং-এর বিকৃতির কারণে কোনো যোগাযোগ ব্যর্থ হয়েছে কিনা তা পরীক্ষা করুন।
পাওয়ার সাপ্লাই চেক:
- পাওয়ার ভোল্টেজ স্বাভাবিক কিনা তা পরীক্ষা করুন।
- সংযোগকারী সংযোগ বিচ্ছিন্ন কিনা তা পরীক্ষা করুন৷
- সুইচিং রেগুলেটর প্রতিস্থাপন করুন।
প্রধান বোর্ড বা মাদার্বোর্ড চেক:
- সংযোগকারী (CN10) সংযোগ বিচ্ছিন্ন হয়েছে কিনা তা পরীক্ষা করুন৷
- বোর্ডে খোলা সার্কিট বা শর্ট সার্কিটের মতো কোনো অস্বাভাবিকতা আছে কিনা তা পরীক্ষা করুন।
- মেইন বোর্ড এবং ফিউজার ইউনিটের মধ্যে সংযোগকারী এবং জোতা খোলা সার্কিট করা হয়েছে কিনা তা পরীক্ষা করুন।
- প্রয়োজন হলে মাদারবোর্ডটি পরিবর্তন করে দেখতে পারেন।
সবকিছু ভালোভাবে করার পরে নিচের কোড গুলোর মাধ্যমে কাউন্টার রিসেট করুন।
- মেশিন বন্ধ থাকা অবস্থায় একই সাথে [0] এবং [8] চাপ দিয়ে ধরে মেশিনের পাওয়ার চালু করুন।
- তারপর মেশিন টেক্সট’ মোডে অন হবে “2002” লিখে স্টার্ট [START] বাটন চাপুন।
- স্টার্ট বাটন চাপার পর যেকোনো সংখ্যা আসতে পারে, সংখ্যা যাই হোক ক্লিয়ার বাটন চেপে {0} জিরো লিখে ওকে দিন
- পাওয়ার বন্ধ করুন এবং তারপরে আবার চালু করুন৷ তাহলে দেখতে পাবেন অটোমেটিকলি মেশিন রেডি হয়ে গেছে
- যদি C411: 1, দেখাবে C412: 2, দেখাবে C413: 3, দেখাবে C414: 4, দেখাবে C415: 5, দেখাবে C447: 7, 24, দেখাবে C449: 9, 19, 21, 22, 23, 25, 27, 29, 45 দেখাবে
যে যন্ত্রাংশ পরিবর্তন করা লাগতে পারে: থার্মিস্টর। হিটার বাতি। তাপস্থাপক। ফিউসার রোলার গ্রাউন্ডিং। প্রধান বোর্ড। সুইচিং রেগুলেটর।
যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন্ট করে আপনার সমস্যাটি সম্পর্কে লিখে সাপোর্ট নিতে পারেন অথবা যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে +8801751381381
মন্তব্য